রাজশাহী মহানগরীতে ২৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চরখিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ দুলাল হোসেন(৪০), মোঃ হান্নানের ছেলে মোঃ সুজন(২৬) ও দামকুড়া থানার চরমাজার দিয়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ মুসলেম আলী(২৯)।
জানাযায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম আজ ২০ নভেম্বর ২০২১ ( ১৯ নভেম্বর) দিবাগত রাত ১.৩০ টায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার পাঠানপাড়া মুক্তমন্চ এলাকা হতে পদ্মা নদীর চর দিয়ে নদী পথে ভারতীয় তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের মাধ্যমে রাজশাহী শহরে সরবরাহ করার জন্য নিয়ে আসছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে অবস্থান নিলে রাত্রী ২ টায় চোরাকারবারীরা পদ্মা নদীর চরের দিক হতে ফেন্সিডিল নিয়ে আসার সময় আসামী দুলাল, সুজন ও মুসলেম আলীকে আটক করে। এ সময় তাদের দখল হতে ২৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০