রাজশাহী মহানগরীতে পৃথক দুইস্থানে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ২১জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখার একটি (ডিবি) দল।
গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে দামকুড়া থানার শিতলাই ভাংগিরপাড়া এলাকায় জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করা হয়। এ সময় ৩ জন জুয়াড়ী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত হলো: মোঃ সালেক উদ্দিন (৫০), মোঃ সদল আলী(৪০), মোঃ সালাম হোসেন(৫০), মোঃ তোতা মিয়া(৪০), মোঃ ফিরোজ আলী(৩৭), মোঃ মঞ্জুর আলী(৩৫), মোঃ খাইরুল ইসলাম(৩৫), মোঃ মেসের আলী(৩১), মোঃ সোহেল রানা(৩২), মোঃ ওয়াসিম আলী(৩৫) ও মোঃ মুক্তার আলী (৩৫)।
অপর এক অভিযানে শাহমখদুম থানার ভুগরইল এলাকা হতে জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ অর্থসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো: মোঃ মাহাবুব আলম(৩৭), মোঃ ডলার হোসেন(৩৬), মোঃ শহিদুল ইসলাম(৩৬), মোঃ রনি(৩৫), মোঃ আহম্মেদ হোসেন(৩৩), মোঃ রেহান আলী(৩০), মোঃ মানিক আহমেদ(৩১), মোঃ আবু রায়হান(২৫), মোঃ রুবেল হাসান(২৫) ও মোঃ শফিকুল ইসলাম(৩৫)।
অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোঃ আশরাফুল ইসলাম, এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।
আটককৃতদের মামলা দায়ের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০