নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি হলেন মো: অনিক (২৬)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরইল এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
বুধবার (২৫ সেপ্টম্বর) বিকাল ৩ টায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) -এরএকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অনিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৭ সালে একটি মামলা রয়েছে। বর্তমানে সে বোয়ালিয়া থানার একটি মামলার তদন্তেপ্রাপ্ত আসামি।
সে এলাকায় সন্ত্রাসি, টেন্ডার ছিনতাকারী বিশেষকরে সে নগরীর একজন ওয়ার্ড কাউন্সিলর নিযামুল ও মাহাতাব চৌধুরির বরপুত্র হিসেবে পরিচিত।
যার ফলে সে নিবিঘ্নে রাতে কিংবা দিনেও ছিনতাই,ট্রেনের টিকিট কালোবাজারি, ফুটপাত ব্যবসায়ীদের নিকট চাঁদা উত্তোলন, বিশেষকরে ভয়ভীতি দেখিয়ে রেলের টেন্ডার বাজি করতো। নেপথ্যে থেকে তাকে সার্বিক শক্তির যোগান দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের দুই ওয়ার্ড কাউন্সিলর।
নাম প্রকাশে অনিচ্ছুক শিরেইল এলাকার একাধিক লোকজন জানান, দুই ওয়ার্ড কাউন্সিলরের বর পুত্র হওয়ায় অনেকের চলাফেরা বেপরোয়া হয়ে উঠে। অশ্লিল টিকটক ভিডিও করা, দামি মোটরসাইকেলে মুখোশ পড়ে দিনে-রাতে ছিনতাই, চাঁদাবাজি,ট্রেনের টিকিট কালোবাজারি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন অনিক।
কাউন্সিলরদের সাথে বাপ বেটার সম্পর্কের কারনে ভয়ে তাকে কিছু বলার সাহস করেনি । ২০২১ রাজশাহীর একজন সিনিয়র সাংবাদিক এর প্রতিকার করলে কাউন্সিলরের পালিত সন্ত্রাসী অনিক সে সাংবাদিক মারার জন্য রাজশাহী রেল স্টেশনে কয়েক দিন মহড়া দেয় এবং সকল সাংবাদিক অকথ্য ভাষায় গালিগালাজ করে।
২১ নং ওয়ার্ড কমিশনার নিযাম অনুপ্রবেশকারী আওয়ামীলীগার।৷ ২০০৮ সালে বর্তমান রাসিক মেয়র, মেয়র নির্বাচিত হবার পর সে আওয়ামীলীগে যোগদেন। এ-র আগে সে শিরোইল,বালিয়া পুকুর সাগর পাড়া এলাকার জামাত শিবিরের সক্রিয় পৃস্টপোষক ছিলেন। আওয়ামীলীগে যোগ দিয়ে এখন পর্যন্ত সে সাধিনতা বিরোধীদের সকল সুবিধা দিয়ে আসছেন বলে খোদ অভিযোগ এলাকার তৃনমূল আওয়ামীলীগ নেতা কর্মীদের। অনিকের গ্রেপ্তারে স্বস্তির নিশ্বাস ফেলেছেন এলাকা বাসি।
গ্রেফতারকৃত আসামি অনিককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০