রাজশাহী নগর পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায় ৩জন, রাজপাড়া থানায় ১জন, চন্দ্রিমা থানায় ১জন, মতিহার থানায় ১জন, কাটাখালী থানায় ২জন, বেলপুকুর থানায় ২জন, শাহমখদুম থানা ১জন, পবা থানায় ১জন, কাশিয়াডাঙ্গা থানায় ৩জন, কর্ণহার থানায় ১ জন, দামকুড়া থানায় ১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৪৫ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল সহ উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০