নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আরও দুইজনের নমুনায় করোনাভাইরাস শানাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা হয়। মঙ্গলবার রাতে হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এই তথ্য জানিয়েছেন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের করোনা ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিনজনের নমুনায় করোনা ধরা পড়ে। যাদের মধ্যে একজনের দ্বিতীয় পরীক্ষায় করোনা পাওয়া গেছে।
নতুন আক্রান্ত দুইজন হলেন, নগরের কাজিহাটা এলাকার মনিরুল ইসলাম (৬০) ও সিএন্ডবি মোড়ের ইলিয়াস হোসেন (৫৯)। এর মধ্যে ইলিয়াম হোসেন জেলা রেজিষ্টার। আর মনিরুল ইসলাম ওষধ কোম্পানিতে চাকরি করেন। এছাড়াও পুলিশ হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত কনসটেবল রিমার দ্বিতীয় পরীক্ষায় পজেটিভ এসেছে।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে আরো ১৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাবনার ১৩জন, নাটোরের ২জন ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার ১জন। মঙ্গলবার ল্যাবটির ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেন। এদিন মোট ১৮৮জনের নমুনার মধ্যে ১১৮ জনের নমুনার ফল মিলেছে। যার মধ্যে ১৬ জনের নুমানয় করোনার উপস্থিতি মেলে। খবর২৪ঘন্টা / এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০