নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠভাবে শেষ হয়েছে। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১ হাজার ৪৪৬ জন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে একযোগে রাজশাহী বোডের্র ১৯৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। টানা দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা চলে। রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনারুল হক প্রামানিক জানান,
বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা সুষ্ঠভাবে শেষ হয়েছে। কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ বহিস্কৃত হয়নি। মোট অনুপস্থিত ছিলো ১ হাজার ৪৪৬ জন। উল্লেখ্য, এ বছর রাজশাহী বোর্ডে এইচএসসিতে এক লাখ ৫০ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০