রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২১, ৫:৫৯ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন
রাবি প্রতিনিধি: সোনালী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ শাখার উদ্বোধন করেন।
প্রধান অতিথি অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর জনগোষ্ঠীকে সেবাপ্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংক তাদের যাত্রা করলো। আশা করি, সুষম সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংক স্টাফগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আত্মিক বন্ধন গড়ে তুলবেন।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া; কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং রাজশাহী অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান জাহিদ উপস্থিত ছিলেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০