নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজ মেন্ট বিভাগের উদ্যোগে ফায়ার ফাইটিং, ফায়ার প্রিভেনশন এন্ড রেসকিউ এর বিষয়ে ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ে বিভাগের ক্লাশ রুমে ট্রেনিং ও সাবাস বাংলাদেশ চত্বর মাঠে মহড়া অনুষ্ঠিত হয়। এ ট্রেনিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজ মেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো এনায়েত হোসেন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যলয়ের কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো: আব্দুর রশিদ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফ্যাকালটি অফ বিজনেস স্টার্ডিস এর ডিন প্রফেসর ড. হুমায়ন কবির, রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: লুৎফর রহমান। ট্রেনিং শেষে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন অত্র বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০