রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু ও নতুন করে ৮০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৮৮৯ জন। এদিন গত দিনের থেকে ১৬৩ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগের দিন বিভাগে ৬৪৫ জনের করোনা শনাক্ত হয়। আর মোট মৃত্যু হয়েছে ৭০৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬২১ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১১ হাজার ৪৬৮ জন। বাঘা উপজেলায় ২৭৪ জন, চারঘাট উপজেলায় ৩১১ জন, পুঠিয়া উপজেলায় ২৯৫ জন, দুর্গাপুর উপজেলায় ২১৮ জন, বাগমারা উপজেলায় ২৫৯ জন, মোহনপুর উপজেলায় ২২৯ জন, তানোর উপজেলায় ২৮১ জন, পবা উপজেলায় ৪০৮ জন ও গোদাগাড়ীতে ২৭২ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২১ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮০৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৮৮৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০৭ জনের। এদিন নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৪ হাজার ৭১৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৩ হাজার ৬২১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৪২৯ জন, নওগাঁ ৩২৮৭ জন, নাটোর ২৫৭৭ জন, জয়পুরহাট ২৬৭৭ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৭৫৭ জন, সিরাজগঞ্জ ৩৯৭৮ জন ও পাবনা জেলায় ৩৫২৭ জন। মৃত্যু হওয়া ৭০৭ জনের মধ্যে রাজশাহী ১১৮ জন, চাঁপাইনবাগঞ্জে ৮৬ জন, নওগাঁ ৬০ জন, নাটোর ৩৯ জন, জয়পুরহাট ১৭ জন, বগুড়া ৩৩৮ জন, সিরাজগঞ্জ ২৭ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৮ হাজার ২৩২ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০