নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ৬৯ জন ও জেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট ২৩ হাজার ৬২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪২৫৫ জন, বাঘা উপজেলায় ১৭৮ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৪৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২২ জন ও গোদাগাড়ীতে ১৫১ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৪৩ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৬৯৮ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৬৯৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১১ জন, নওগাঁ ১৪৭৮ জন, নাটোর ১১৬৪ জন, জয়পুরহাট ১২৫০ জন, বগুড়া জেলায় ৯ হাজার ২৭০ জন, সিরাজগঞ্জ ২৪৮১ জন ও পাবনা জেলায় ১৫৪৪ জন। মৃত্যু হওয়া ৩৫২ জনের মধ্যে রাজশাহী ৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৮ জন, বগুড়া ২১৫ জন, সিরাজগঞ্জ ২১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৫৫৭ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০