রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ৬৬ জন ও জেলায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৭২ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৫৮৩ জন। গতদিন রাজশাহী জেলায় শনাক্ত হয়েছিল ৫৫ জন।
শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৫ হাজার ৭৩ জন, বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৮৪ জন, পুঠিয়া উপজেলায় ১৫৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫১ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪১ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫১০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৭২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৩ জনের। এদিন নতুন করো কারো মৃত্যু হয়নি। এরমধ্যে ২৪ হাজার ৮১৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬৫৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৪৪ জন, নওগাঁ ১৭১৮ জন, নাটোর ১৩২৫ জন, জয়পুরহাট ১৪১৭ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৪৪৭ জন, সিরাজগঞ্জ ২৯১৭ জন ও পাবনা জেলায় ১৮১১ জন। মৃত্যু হওয়া ৪১৩ জনের মধ্যে রাজশাহী ৫৬ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১৪ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৬৪ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৭ হাজার ২২৯ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০