নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ২৮ জন ও জেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন বেশি মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪০৯ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৫ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৪ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন বেশি মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২২ হাজার ৭৮৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৮ জন, নওগাঁ ১৫৭১ জন, নাটোর ১২১৪ জন, জয়পুরহাট ১৩৩৪ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৬৯১ জন, সিরাজগঞ্জ ২২৬২ জন ও পাবনা জেলায় ১৬৪০ জন। মৃত্যু হওয়া ৩৭৯ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৫ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৭৯৩ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০