রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ২৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রাজশাহী বিভাগে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের তুলনায় এদিন ৫৯ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ১৩৫ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৩০৯ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগরে ৫ হাজার ৬৯৯ জন। বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৯৫ জন, পুঠিয়া উপজেলায় ১৫৮ জন, দুর্গাপুর উপজেলায় ৮৮ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫২ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪৪ জন ও গোদাগাড়ীতে ১৫৮
জন। জেলার ৯টি উপজেলায় ১৫৩০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৫২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ১৩৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২৮ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি।
এরমধ্যে ২৫ হাজার ৩৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৩০৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৭৬ জন, নওগাঁ ১৭৯৮ জন, নাটোর ১৪০৯ জন, জয়পুরহাট ১৪৯৭ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৮৬ জন, সিরাজগঞ্জ ৩০৯৯ জন ও পাবনা জেলায় ২০৫১ জন। মৃত্যু হওয়া ৪২৮ জনের মধ্যে রাজশাহী ৬০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৯ জন, নাটোর ১৫ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৬৯ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৮ হাজার ৭১১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০