নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ টি জেলায় মাত্র ১ দিনে নতুন করে ২৪৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত বিভাগে ৭০ জন মারা গেছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘন্টায় বিভাগের বগুড়া জেলায় বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় ২৪ ঘণ্টায় ৮৬ জন নতুন করে করোনা পজিটিভ হয়েছে। বগুড়া জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়ে ২ হাজার ৬৬৯ জনে। বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলা বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। তবে অন্যান্য জেলার সাথে পাল্লা দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতেও করোনা পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ বিভাগে শনিবার পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩২ জন ও মারা গেছে ৭০ জন। বগুড়ায় প্রথম দিক থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এখন এর হার আরো বাড়ছে।
তারপরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭৪ জন। তৃতীয় অবস্থানে রয়েছে পাবনা জেলা। এ জেলায় আক্রান্ত হয়েছে ৪২৮ জন। আর বিভাগের সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৪ জন।
করোনায় এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৭০ জনের। এরমধ্যে রাজশাহীতে ৭ জন, নওগাঁয় ৪ জন, নাটোরে ১ জন, বগুড়ায় ৪৭ জন, সিরাজগঞ্জ ৩ জন ও পাবনায় ৮ জন করোনা রোগী মারা গেছে।
রাজশাহী ৪৭৪ জন, নওগাঁ ৩২৭ জন, নাটোর ১৫৫ জন, জয়পুরহাট ৩২৪ জন, সিরাজগঞ্জ ৩৬১ জন ও পাবনা জেলায় ৪২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮৯৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫২৯ জন।
আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৫৭০ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১০২ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৫ হাজার ১১২ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০