নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ টি জেলায় একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়েছে ১৬৯ জন। এ নিয়ে বিভাগে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭৯ জনে। ১ দিনে শনাক্ত হয়েছে ১৭৯ জন। এদিন কারো মৃত্যু হয়নি। তবে অন্যান্য দিনের তুলনায় শেষ ২৪ ঘন্টায় বিভাগের ৮টি জেলায় ২১৯ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ পর্যন্ত বিভাগে ৮০ জন মারা গেছে। সবচাইতে বেশি করোনা আক্রান্ত রোগী মারা গেছে বগুড়া জেলায়। এ জেলায় মারা গেছে ৫২ জন। তারপরের অবস্থানের পাবনা জেলায় মারা গেছে ৮ জন ও রাজশাহী জেলায় মারা গেছে ৮ জন।
একদিনে সবচাইতে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাজশাহী জেলায় ৬৯ জন। তবে অন্যান্য দিনের তুলনায় এ বিভাগে শেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। আগের দিন সোমবার শনাক্ত হয়েছিল ৩৯ জনের। রাজশাহী জেলায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৯ জন। তবে এ পর্যন্ত সবচাইতে বেশি রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায় হাজার ২ হাজার ৯৭৯ জনে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। বুধবার এ জেলায় রেকর্ড পরিমাণ সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয় ৬৯ জনের।
রাজশাহী বিভাগে বুধবার পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭৯ জন ও মারা গেছে ৮০ জন। বগুড়ায় প্রথম দিক থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এখন এর হার আরো বাড়ছে। তারপরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭৯ জন। তৃতীয় অবস্থানে রয়েছে নওগাঁ জেলা। এ জেলায় আক্রান্ত হয়েছে ৪৫২ জন। আর বিভাগের সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০১ জন।
করোনায় এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৮০ জনের। এরমধ্যে রাজশাহীতে ৮ জন, নওগাঁয় ৬ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন, বগুড়ায় ৫২ জন, সিরাজগঞ্জ ৫ জন ও পাবনায় ৮ জন করোনা রোগী মারা গেছে।
করোনা আক্রান্ত ৫ হাজার ৬৭৯ জনের মধ্যে রাজশাহী ৬৭৯ জন, নওগাঁ ৪৫২ জন, নাটোর ১৭৪ জন, জয়পুরহাট ৩৬৮ জন, সিরাজগঞ্জ ৪৪৭ জন ও পাবনা জেলায় ৪৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৮২ জন।
আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৬২৯ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২৮৪ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৫ হাজার ২৪০ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা ও অপ্রয়োজনের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সাথে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রত্যেককেই সচেতন হওয়ার কোন বিকল্প নেই।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০