নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ টি জেলায় মাত্র ১ দিনে নতুন করে ১৮৬ জন করোনা পজিটিভ হয়েছেন। আর নতুনভাবে মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৬১ জন। গত ২৪ ঘন্টায় বিভাগের বগুড়া জেলায় বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় ২৪ ঘণ্টায় ৭৭ জন নতুন করে করোনা পজিটিভ হয়েছে। বগুড়া জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়ে ২ হাজার ৪০৭ জনে। বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলা বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। তবে অন্যান্য
জেলার সাথে পাল্লা দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতেও করোনা পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে। এ জেলায় প্রতিদিন ৩০/৩৫ জন করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে নতুন করে ১৮৬জন করোনা পজিটিভ হয়েছে। আর বিভাগের ৮টি জেলা মিলে মারা আরো ৬ জন। এ বিভাগে বুধবার পর্যন্ত মোট রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ১৬১ জন ও মারা গেছে ৬১ জন। বগুড়ায় প্রথম দিক থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এখন এর হার আরো বাড়ছে। তারপরের অবস্থানে রয়েছে পাবনা জেলা। এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯৩ জন। তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এ জেলায় আক্রান্ত হয়েছে ৩২৬ জন। আর বিভাগের সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৮৯ জন।
করোনায় এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এরমধ্যে রাজশাহীতে ৭ জন, নওগাঁয় ৪ জন, নাটোরে ১ জন, বগুড়ায় ৪২ জন, সিরাজগঞ্জ ৩ জন ও পাবনায় ৫ জন করোনা রোগী মারা গেছে।
বিভাগের অন্যান্য জেলার মধ্যে রাজশাহী ৩২৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৯ জন, নওগাঁ ২৪০ জন, নাটোর ১৪৮ জন, জয়পুরহাট ২৫৫ জন, সিরাজগঞ্জ ২৯৯ জন ও পাবনা জেলায় ৩৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৮২৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫০৯ জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৫৪২ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০১০ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪০ হাজার ২৪৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী মহানগরীতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা চলছে। কোন সিদ্ধান্ত আসলে জানিয়ে দেয়া হবে। করোনা ম্ক্তু থাকতে সচেতনতার বিকল্প নেই।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০