নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলা মিলিয়ে এ পর্যন্ত ১৯ হাজার ছাড়িয়েছে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯২ জনের করোনা শনাক্ত হয়। আর মৃত্যু হয় নতুন করে আরো ২ জনের। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছে ২৮৫ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ০৬ জনে। আর এ পর্যন্ত ১৫ হাজার ৫৮ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ১৯ হাজার
০৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৭৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৪৭ জন, নওগাঁ ১২৩৮ জন, নাটোর ৯৩১ জন, জয়পুরহাট ১০৪০ জন, বগুড়া জেলায় ৭ হাজার ১৯৫ জন, সিরাজগঞ্জ ২০২৮ জন ও পাবনা জেলায় ১০৬২ জন। মৃত্যু হওয়া ২৮৫ জনের মধে রাজশাহী ৪২ জন, চাঁপাই ১৪ জন, নওগাঁ ১৮ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৬ জন, বগুড়া ১৭৩ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৯ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৭ হাজার ৫০৪ জন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০