রাজশাহী রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রাজশাহী বিভাগে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের তুলনায় এদিন ২৯ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৮ হাজার ৮৮৩ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৭ হাজার ২২৯ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগরে ৫ হাজার ৬৯৯ জন। বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৯৫ জন, পুঠিয়া উপজেলায় ১৫৮ জন, দুর্গাপুর উপজেলায় ৮৮ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫২ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪৪ জন ও গোদাগাড়ীতে ১৫৮
জন। জেলার ৯টি উপজেলায় ১৫৩০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৯৩ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৮ হাজার ৮৮৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২৮ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৫ হাজার ৩০৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭২২৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৭৬ জন, নওগাঁ ১৭৯৫ জন, নাটোর ১৩৯১ জন, জয়পুরহাট ১৪৯১ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৯৮৮ জন, সিরাজগঞ্জ ৩০৭৫ জন ও পাবনা জেলায় ২০২৮ জন। মৃত্যু হওয়া ৪২৮ জনের মধ্যে রাজশাহী ৬০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৯ জন, নাটোর ১৫ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৬৯ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৮ হাজার ৪৮০ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০