নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে নতুন করে আরো ১৭৯ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ হাজার ১৭৭ জনে। এদিন নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ২০৭ জন মারা গেছে। গত দিনের তুলনায় এদিন কম সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত ৯ হাজার ৯০৭ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৫ হাজার ১৭৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৯১০ জন,
চাঁপাইনবাবগঞ্জ ৫৬৯ জন, নওগাঁ ১০৬৪ জন, নাটোর ৬৬৭ জন, জয়পুরহাট ৮৩৫ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৫৮৭ জন, সিরাজগঞ্জ ১৬৮৬ জন ও পাবনা জেলায় ৮৯৭ জন।
বিভাগে মারা যাওয়া ২০৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩২ , চাঁপাইনবাবগঞ্জ ১০ জন, নওগাঁ ১৪, নাটোর ১ জন, জয়পুরহাট ৪ জন, বগুড়া জেলায় ১২৪ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ৯ হাজার ৯০৭ জনের মধ্যে রাজশাহী ২১৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩০২ ৩৭২ জন, নওগাঁ ৯১৭ জন, নাটোর ২৯২ জন, জয়পুরহাট ২১৪ জন, বগুড়া জেলায় ৪ হাজার ৪৩৮ জন, সিরাজগঞ্জ ৮১২ জন ও পাবনা জেলায় ৬৯৬ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে।
বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৬৪১ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯৮৮ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৪ হাজার ৯৮ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০