রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১১ জনের মৃত্যু ও নতুন করে ১০০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৭ হাজার ২৫৭ জন। এদিন গত দিনের থেকে ৬৫৫ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগের দিন বিভাগে ৩৪৭ জনের করোনা শনাক্ত হয়। আর মোট মৃত্যু হয়েছে ৭২৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৩২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১১ হাজার ৫০০ জন। বাঘা উপজেলায় ২৮৫ জন, চারঘাট উপজেলায় ৩২৩ জন, পুঠিয়া উপজেলায় ৩০৬ জন, দুর্গাপুর উপজেলায় ২৩৭ জন, বাগমারা উপজেলায় ২৭৩ জন, মোহনপুর উপজেলায় ২৩৭ জন, তানোর উপজেলায় ২৮৭ জন, পবা উপজেলায় ৪১০ জন ও গোদাগাড়ীতে ২৭৪ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২৫ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০০২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪৭ হাজার ২৫৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২৬ জনের। এদিন নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৫ হাজার ৩১০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৪ হাজার ১৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৫৪৩ জন, নওগাঁ ৩৫৯৬ জন, নাটোর ২৭৫০ জন, জয়পুরহাট ২৭৩০ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৮৭২ জন, সিরাজগঞ্জ ৪০১১ জন ও পাবনা জেলায় ৩৫৮৭ জন। মৃত্যু হওয়া ৭২৬ জনের মধ্যে রাজশাহী ১২৪ জন, চাঁপাইনবাগঞ্জে ৯০ জন, নওগাঁ ৬০ জন, নাটোর ৪০ জন, জয়পুরহাট ১৮ জন, বগুড়া ৩৪৩ জন, সিরাজগঞ্জ ২৮ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৮ হাজার ৮৪৬ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০