রাজশাহী বিভাগের ৮টি জেলায় সর্বোচ্চ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরো ৫০২ জনের ও মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৮২৪ জন। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দ্রæত হারে বাড়ছে। শনাক্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে তুলনামূলকভাবে অনেক বেশি। আগের দিন বিভাগে ২৮৮ জনের করোনা শনাক্ত হয়। এদিন ২১৪ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৫৯৫ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৭৫২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৭ হাজার ৯৩৬ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০৮ জন, পুঠিয়া উপজেলায় ১৯৮ জন, দুর্গাপুর উপজেলায় ১১২ জন, বাগমারা উপজেলায় ১৬১ জন, মোহনপুর উপজেলায় ১৬৬ জন, তানোর উপজেলায় ১৮১ জন, পবা উপজেলায় ৩৫৮ জন ও গোদাগাড়ীতে ২৩৬ জন। জেলার ৯টি উপজেলায় ১৮১৬ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫০২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৮২২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯৫ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ২৭৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৯৭৫২ জন, চাঁপাইনবাবগঞ্জ ২৫২২ জন, নওগাঁ ২৩৮৩ জন, নাটোর ১৮৬৩ জন, জয়পুরহাট ১৯২৯ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৩৮৫ জন, সিরাজগঞ্জ ৩৭৪৮ জন ও পাবনা জেলায় ৩২১১ জন। মৃত্যু হওয়া ৫৯৫ জনের মধ্যে রাজশাহী ৯৩ জন, চাঁপাইনবাগঞ্জে ৫৪ জন, নওগাঁ ৪৫ জন, নাটোর ২৭ জন, জয়পুরহাট ১২ জন, বগুড়া ৩১৮ জন, সিরাজগঞ্জ ২৪ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৩ হাজার ৯৮০ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০