রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৬ মাস পর একদিনে সর্বোচ্চ ১০২ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের হার। গতদিন রাজশাহী বিভাগের ৮টি জেলায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতদিনের তুলনায় এদিন বিভাগের ৮ জেলা মিলিয়ে আরো ২৭ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ৯০৭ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৫০৮ জন। যা গতদিনের তুলনায় অনেক বেশি।
শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৫০০ জন, বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৮৩ জন, পুঠিয়া উপজেলায় ১৫৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫০ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪১ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫০৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ৯০৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১১ জনের। এরমধ্যে ২৪ হাজার ৭৯০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬৫০৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৪৪ জন, নওগাঁ ১৭১৩ জন, নাটোর ১৩১৭ জন, জয়পুরহাট ১৪১০ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৪১৭ জন, সিরাজগঞ্জ ২৮৮২ জন ও পাবনা জেলায় ১৮০৬ জন। মৃত্যু হওয়া ৪১১ জনের মধ্যে রাজশাহী ৫৬ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১৩ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৬৩ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৭ হাজার ১২১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০