রাজশাহী বিভাগের ৮টি জেলায় সর্বোচ্চ শেষ ২৪ ঘণ্টায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিন ভাঙছে পূর্বের রেকর্ড। এর আগের দিন রাজশাহী বিভাগে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন বিভাগে শনাক্ত হয় ১৬৫ জন। গতদিনের তুলনায় ৪৮ জনের বেশি করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত বাড়লেও এখনো মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানতে তেমন প্রবণতা দেখা যায়নি। কেউই স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেনা। এতে আরো বাড়ছে সংক্রমণের ঝুঁকি। লকডাউন হচ্ছে ঢিলেঢালা। বিপুল পরিমাণ মানুষকে প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে দেখা যায়।
আবার অনেক ব্যবসা প্রতিষ্ঠানও খোলা থাকতে দেখা গেছে। বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৪৯৬ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৭৪৫ জন। রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে ৪৫ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৫ হাজার ২৩৫ জন, বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৮৪ জন, পুঠিয়া উপজেলায় ১৫৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫১ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪১ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫১০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৪৯৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৬ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ হাজার ৯১১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬৭৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৬২ জন, নওগাঁ ১৭২২ জন, নাটোর ১৩৩২ জন, জয়পুরহাট ১৪৪৯ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৫৮৭ জন, সিরাজগঞ্জ ২৯৫৪ জন ও পাবনা জেলায় ১৮৩৫ জন। মৃত্যু হওয়া ৪১৬ জনের মধ্যে রাজশাহী ৫৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১৪ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৬৫ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৭ হাজার ৫৬৩ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০