রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৯১ জনের করোনা শনাক্ত ও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ৪২২ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৫৯০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ১১৮ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৬ জন, বাঘা উপজেলায় ৭৩০ জন, চারঘাট উপজেলায় ৭৩৯ জন, দুর্গাপুর উপজেলায় ৫৬৩ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৮ জন, পবা উপজেলায় ৬৪৬ জন, তানোর উপজেলায় ৪৫১ জন, গোদাগাড়ী উপজেলায় ৫১৪ জন ও মোহনপুর উপজেলায় ৪০৫ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৯১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ৪২২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৯০ জনের। এদিন নতুন করে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৮ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ১১৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৯০ জন, নওগাঁ ৬৩০৪ জন, নাটোর ৮০৩৩ জন, জয়পুরহাট ৪৪৭৬ জন, বগুড়া জেলায় ২০ হাজার ৯৭৩ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৮১৩ জন ও পাবনা জেলায় ১২২১৫ জন। মৃত্যু হওয়া ১৫৯০ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৯৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৮ জন, নওগাঁ ১৩৬ জন, নাটোর ১৬৩ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬৬১ জন, সিরাজগঞ্জ ৯৪ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৯৯৯০ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০