নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো ৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ৩৭০ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩৬২ জন, বাঘা উপজেলায় ১৮৪ জন, চারঘাট উপজেলায় ১৭৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৬৫ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন বেশি করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৫৩২ জনে। শনাক্তের মধ্যে ২২ হাজার ২৩৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮২৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৭ জন, নওগাঁ ১৫৪৫ জন, নাটোর ১১৯৫ জন, জয়পুরহাট ১৩০৬ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৬১৫ জন, সিরাজগঞ্জ ২৬১৫ জন ও পাবনা জেলায় ১৬১২ জন। মৃত্যু হওয়া ৩৭০ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২৮ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৩৭৯ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০