রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ২২২ জনের করোনা শনাক্ত ও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৫৩ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬১২ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ২৭৫ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৭ জন, বাঘা উপজেলায় ৭৪৩ জন, চারঘাট উপজেলায় ৭৪২ জন, দুর্গাপুর উপজেলায় ৫৬৮ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৮ জন, পবা উপজেলায় ৬৪৮ জন, তানোর উপজেলায় ৪৫১ জন, গোদাগাড়ী উপজেলায় ৫১৪ জন ও মোহনপুর উপজেলায় ৪০৭ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২২২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ৫৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬১২ জনের। এদিন নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৯ হাজার ৯৫৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ২৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৯৯ জন, নওগাঁ ৬৩১২ জন, নাটোর ৮১১৮ জন, জয়পুরহাট ৪৪০১ জন, বগুড়া জেলায় ২১ হাজার ৬৭ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৯৩১ জন ও পাবনা জেলায় ১২৩৫০ জন। মৃত্যু হওয়া ১৬১২ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৯৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫২ জন, নওগাঁ ১৩৮ জন, নাটোর ১৬৯ জন, জয়পুরহাট ৫৬ জন, বগুড়া ৬৬৫ জন, সিরাজগঞ্জ ৯৫ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১০৩৭৫ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০