রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে ও শনাক্ত হয়েছে ১৩৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ১৯৪ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৬৬ জনের। আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১২০ জনের। এদিন ১৫ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৭৩৩ জন। জেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় ৮ জন বেশি। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ১৬৯ জন। বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৫৯ জন, তানোর উপজেলায় ১২৮ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৪ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ১৯৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৬ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ হাজার ৬১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৭৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৪৫ জন, নওগাঁ ১৯৭০ জন, নাটোর ১৫১৪ জন, জয়পুরহাট ১৫৬৬ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৭২১ জন, সিরাজগঞ্জ ৩৩০৫ জন ও পাবনা জেলায় ২৪২৬ জন। মৃত্যু হওয়া ৪৬৬ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫ জন, নওগাঁ ৩৩ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৮৭ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ২০৬ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০