নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ৮ জেলায় শনাক্ত হয়েছে ২০ জন ও রাজশাহী জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি সপ্তাহে দুই দিন রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২৮০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯২ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৮৮ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। ৮ জেলায় শনাক্ত হয়েছে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২৮০ জনে। মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এরমধ্যে ২৩ হাজার ৬১৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২২ জন, নওগাঁ ১৬১৭ জন, নাটোর ১২২৬ জন, জয়পুরহাট ১৩৫২ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৮৮৪ জন, সিরাজগঞ্জ ২৭৩২ জন ও পাবনা জেলায় ১৬৭৫ জন। বিভাগে বগুড়া জেলায় ২ জনের মৃত্যু হয়। মৃত্যু হওয়া ৩৮৯ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪৭ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৪৬১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০