নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ৪ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯১ জন। আর মারা গেছে ৪৯ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৭৫০ জন, বাঘা উপজেলায় ১৬৩ জন, চারঘাট উপজেলায় ১৬৩ জন, পুঠিয়া উপজেলায় ১২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৬ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১৩০ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৪১ ২জন শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে করোনা শনাক্তের
সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৭৫৭ জনের। শনাক্তের মধ্যে ১৯ হাজার ৩৫৪ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২০ হাজার ৭৫৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫০৯১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮২ জন, নওগাঁ ১৩২০ জন, নাটোর ১০৩১ জন, জয়পুরহাট ১১২৬ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৯৮৩ জন, সিরাজগঞ্জ ২২২৫ জন ও পাবনা জেলায় ১১৯৯ জন। মৃত্যু হওয়া ৩১৯ জনের মধ্যে রাজশাহী ৪৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৩ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ৬৭১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০