রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনা ভাইরাসে আরো ৫৮ জন ও রাজশাহী জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৪৪ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৩৫০ জন। যা গতদিনের থেকে কিছুটা কম। এর আগের দিন রাজশাহী জেলায় এদিন করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়।
শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৮৪৯ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২
জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ৪৪৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০১ জনের। এরমধ্যে ২৪ হাজার ৬৯৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬৩৫০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৩৪ জন, নওগাঁ ১৬৮২ জন, নাটোর ১২৮৫ জন, জয়পুরহাট
১৩৮৮ জন, বগুড়া জেলায় ১০ হাজার ২৭৫ জন, সিরাজগঞ্জ ২৮৪৬ জন ও পাবনা জেলায় ১৭৭৪ জন। মৃত্যু হওয়া ৪০১ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫৫ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৭৭১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০