রাজশাহী বিভাগের ৮টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬ জন ও জেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৫৮৬ জন ও জেলায় ৬ হাজার ৪৫ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এদিন নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৫৬০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৫ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৫৮৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯৫ জনের। এরমধ্যে ২৩ হাজার ৯৩২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬০৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৪ জন, নওগাঁ ১৬৩২ জন, নাটোর ১২৪৪ জন, জয়পুরহাট ১৩৬২ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৯৮১ জন, সিরাজগঞ্জ ২৭৭৮ জন ও পাবনা জেলায় ১৭১২ জন। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। মৃত্যু হওয়া ৩৯৫ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫০ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৯১১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০