নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয় ও নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়। গতদিনের তুলনায় এদিন রাজশাহী জেলায় কম রোগী শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২০৯ জনে। মৃত্যু হয়েছে ৩৮৮ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় এদিন করোনা শনাক্তের সংখ্যা শুণ্য ছিল। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৭০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়। গত কয়েকদিনের মধ্যে রাজশাহী জেলায় এদিন কম রোগী শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২০৯ জনে। মৃত্যু হয়েছে ৩৮৮ জনের। এরমধ্যে ২৩ হাজার ৫১৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯৫০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২০ জন, নওগাঁ ১৬০৫ জন, নাটোর ১২২৬ জন, জয়পুরহাট ১৩৫১ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৮৬১ জন, সিরাজগঞ্জ ২৭২৪ জন ও পাবনা জেলায় ১৬৬৪ জন। মৃত্যু হওয়া ৩৮৮ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪৩ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৩৬৪ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০