নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২২ জন ও জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়। আর নতুন করে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৬৩ জনে। গত কয়েকদিনের তুলনায় এদিন কম রোগী শনাক্ত হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৫২ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩০৫ জন, বাঘা উপজেলায় ১৭৯ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৫০ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২৩ জন ও গোদাগাড়ীতে ১৫২ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৪৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দু’দিনের তুলনায় এদিন কম করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৪৮ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ৭৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৫২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১১ জন, নওগাঁ ১৪৯৭ জন, নাটোর ১১৬৯ জন, জয়পুরহাট ১২৭০ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৪৬১ জন, সিরাজগঞ্জ ২৫১৫ জন ও পাবনা জেলায় ১৫৭৩ জন। মৃত্যু হওয়া ৩৬৩ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২২ জন, সিরাজগঞ্জ ২১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৮৯৯ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০