নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫৯ জনে। এদিন বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের ও জেলায় ৫ জন। বিভাগে মোট ২৩ হাজার ৯১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪২৮৭ জন, বাঘা উপজেলায় ১৭৯ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৫০ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২৩ জন ও গোদাগাড়ীতে ১৫২ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৪৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৯১৪ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ৬৪৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৩৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১১ জন, নওগাঁ ১৪৯৩ জন, নাটোর ১১৬৫ জন, জয়পুরহাট ১২৬৪ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৩৮৩ জন, সিরাজগঞ্জ ২৪৯৯ জন ও পাবনা জেলায় ১৫৬৫ জন। মৃত্যু হওয়া ৩৫৫ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২১৯ জন, সিরাজগঞ্জ ২১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৭১১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০