নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। নতুন ১ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে। আর রাজশাহী জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১০ জন। বিভাগে মোট ২৩ হাজার ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৬০৪ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছে ৫৩ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪১৭৪ জন, বাঘা উপজেলায় ১৭৬ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৪৭ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২০ জন ও গোদাগাড়ীতে ১৪৬ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৩০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ১৬৭ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ১৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৬০৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৮ জন, নওগাঁ ১৪৫৬ জন, নাটোর ১১৪৯ জন, জয়পুরহাট ১২১৮ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৪২ জন, সিরাজগঞ্জ ২৪১৬ জন ও পাবনা জেলায় ১৪৪৪ জন। মৃত্যু হওয়া ৩৪৯ জনের মধ্যে রাজশাহী ৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২১৩ জন, সিরাজগঞ্জ ১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৩০ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০