নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় নতুন করে আরো ১ জনের মৃত্যু ও ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৮টি জেলায় মোট ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী জেলায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় কম। বিভাগে মোট ২২ হাজার ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৫৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছে ৫২ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে
রাজশাহী মহানগর এলাকায় ৪১২৩ জন, বাঘা উপজেলায় ১৭৫ জন, চারঘাট উপজেলায় ১৭৫ জন, পুঠিয়া উপজেলায় ১৪৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩১৭ জন ও গোদাগাড়ীতে ১৪৬ জন। জেলার ৯টি উপজেলায় ১৪২৪ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে ও নতুনভাবে শনাক্ত হয়েছে ৬৮ জনের। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৭৭৩ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৮৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৫৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৭ জন, নওগাঁ ১৪১৩ জন, নাটোর ১১৩৫ জন, জয়পুরহাট ১২১১ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৮৭৪ জন, সিরাজগঞ্জ ২৩৮৬ জন ও পাবনা জেলায় ১৪০০ জন। মৃত্যু হওয়া
৩৪৫ জনের মধ্যে রাজশাহী ৫২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২১১ জন, সিরাজগঞ্জ ১৫ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ৭২৯ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০