রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনায় আরো ১৯ জনের মৃত্যু ও ১০৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫৪ হাজার ৮২১ জন। এদিন গত দিনের থেকে ২৩৮ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৮৫১ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৭ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৩ হাজার ৭৬৪ জন। বাঘা উপজেলায় ৩৪৯ জন, চারঘাট উপজেলায় ৪১১ জন, পুঠিয়া উপজেলায় ৪০৫ জন, দুর্গাপুর উপজেলায় ৩৪৮ জন, বাগমারা উপজেলায় ৩৩৭ জন, মোহনপুর উপজেলায় ২৯২ জন, তানোর উপজেলায় ৩১৫ জন, পবা উপজেলায় ৪৪৭ জন ও গোদাগাড়ীতে ৩০৬ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২১ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০৫৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫৪ হাজার ৮২১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫১ জনের। এদিন নতুন করে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৮ হাজার ৫৯৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৬ হাজার ৯৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪১০৭ জন, নওগাঁ ৪৩৮৪ জন, নাটোর ৩৫৫৮ জন, জয়পুরহাট ৩৩১৭ জন, বগুড়া জেলায় ১৩ হাজার ৭১২ জন, সিরাজগঞ্জ ৪৪০৬ জন ও পাবনা জেলায় ৪৩২৪ জন। মৃত্যু হওয়া ৮৫১ জনের মধ্যে রাজশাহী ১৫২ জন, চাঁপাইনবাগঞ্জে ১০৮ জন, নওগাঁ ৭৬ জন, নাটোর ৫০ জন, জয়পুরহাট ২৮ জন, বগুড়া ৩৮৪ জন, সিরাজগঞ্জ ৩০ জন ও পাবনায় ২৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৩ হাজার ৮৮৬ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০