রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৮৬ জনের করোনা শনাক্ত ও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৬ হাজার ৫৮৬ জন। এদিন গত দিনের থেকে ৭ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৩৮৪ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৯০৩ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ২০ হাজার ২৪ জন। বাঘা উপজেলায় ৬৫২ জন, চারঘাট উপজেলায় ৭১৬ জন, পুঠিয়া উপজেলায় ৬২৮ জন, দুর্গাপুর উপজেলায় ৫২০ জন, বাগমারা উপজেলায় ৪৪৯ জন, মোহনপুর উপজেলায় ৩৮৪ জন, তানোর উপজেলায় ৪১৭ জন, পবা উপজেলায় ৬৩৮ জন ও গোদাগাড়ীতে ৪৭৬ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৮ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। এদিন নতুন করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৮৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৬ হাজার ৭২১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৮৪ জনের। এদিন নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৪ হাজার ৯০৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫১৬০ জন, নওগাঁ ৬০৩২ জন, নাটোর ৭১৯০ জন, জয়পুরহাট ৪২৫৮ জন, বগুড়া জেলায় ১৯ হাজার ৩৯৩ জন, সিরাজগঞ্জ ৯১৩৭ জন ও পাবনা জেলায় ১০৬০৬ জন। মৃত্যু হওয়া ১৩৮৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৩ জন, নওগাঁ ১২৩ জন, নাটোর ১২৭ জন, জয়পুরহাট ৫২ জন, বগুড়া ৫৭৯ জন, সিরাজগঞ্জ ৭৩ জন ও পাবনায় ৩৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০২৭৪৮ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০