রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০১৭ জনের করোনা শনাক্ত ও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮১ হাজার ১০১ জন। এদিন গত দিনের থেকে ১৩৬ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১২৮১ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪০২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৮ হাজার ৮৮২ জন। বাঘা উপজেলায় ৫৭৩ জন, চারঘাট উপজেলায় ৬৫১ জন, পুঠিয়া উপজেলায় ৫৯৭ জন, দুর্গাপুর উপজেলায় ৪৮৮ জন, বাগমারা উপজেলায় ৪৩৮ জন, মোহনপুর উপজেলায় ৩৫৩ জন, তানোর উপজেলায় ৩৮৪ জন, পবা উপজেলায় ৫৯০ জন ও গোদাগাড়ীতে ৪৩২ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২০ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০১৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮১ হাজার ১০১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৮১ জনের। এদিন নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৭ হাজার ৪৫২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৩ হাজার ৪০২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৮৯৫ জন, নওগাঁ ৫৮৩৮ জন, নাটোর ৬৬২৪ জন, জয়পুরহাট ৪১৪৯ জন, বগুড়া জেলায় ১৮ হাজার ৫০৫ জন, সিরাজগঞ্জ ৭৯১৫ জন ও পাবনা জেলায় ৯৬৩১ জন। মৃত্যু হওয়া ১২৮১ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৩৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৩৮ জন, নওগাঁ ১১৬ জন, নাটোর ১১০ জন, জয়পুরহাট ৪৯ জন, বগুড়া ৫৩৯ জন, সিরাজগঞ্জ ৫৮ জন ও পাবনায় ৩৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৯ হাজার ৩০৬ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০