রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৮০ জনের করোনা শনাক্ত ও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৩৯৮ জন ও মৃত্যু হয়েছে ৪৫০ জনের। আগের দিন বিভাগে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন ২২ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৬০৫ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার।
উপজেলায় ১৯১ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৮৯ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫৯ জন, তানোর উপজেলায় ১২৫ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৫৫ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৮০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৩৯৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫০ জনের। এদিন নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৬ হাজার ২৪৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৬০৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯১৯ জন, নওগাঁ ১৮৯৩ জন, নাটোর ১৪৬৮ জন, জয়পুরহাট ১৫৫২ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৫৩৪ জন, সিরাজগঞ্জ ৩২০৮ জন ও পাবনা জেলায় ২২০৯ জন। মৃত্যু হওয়া ৪৫০ জনের মধ্যে রাজশাহী ৬২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ৩২ জন, নাটোর ১৬ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৮১ জন, সিরাজগঞ্জ ২২ জন ও পাবনায় ১২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৯ হাজার ৬৭০ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০