রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪০০ জনে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০০ তে পৌঁছায়। আর এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৯৫ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ২০২ জন। বিভাগে নতুন করে ৪৩ জন ও জেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের থেকে এদিন করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কম।
শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৭১৩ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ৯৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০০ জনের। এরমধ্যে ২৪ হাজার ৫১৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬২০২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৯ জন, নওগাঁ ১৬৬৩ জন, নাটোর ১২৬৭ জন, জয়পুরহাট ১৩৮১ জন, বগুড়া জেলায় ১০ হাজার ১৭২ জন, সিরাজগঞ্জ ২৮২৩ জন ও পাবনা জেলায় ১৭৪৮ জন। মৃত্যু হওয়া ৪০০ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫৪ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৫৩৪ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০