দুই দিন পর আবারোর রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত্যু শূন্য দিন গেল। তবে এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৗঁছেছে ৯৮ হাজার ২৪৩ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৬২ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৮৫৩ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৯ জন, বাঘা উপজেলায় ৬৬৪ জন, চারঘাট উপজেলায় ৭৪৭ জন, দুর্গাপুর উপজেলায় ৫৮১ জন, পুঠিয়া উপজেলায় ৬৬৩ জন, পবা উপজেলায় ৬৫০ জন, তানোর উপজেলায় ৪৫৮ জন, গোদাগাড়ী উপজেলায় ৫৫৯ জন ও মোহনপুর উপজেলায় ৪১০ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৮ হাজার ২৪৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৬২ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। সুস্থ হয়েছে ৯৪ হাজার ১৩১ জন। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৮৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৬২৯ জন, নওগাঁ ৬৩৭৫ জন, নাটোর ৮৩২৮ জন, জয়পুরহাট ৪৫৯৮ জন, বগুড়া জেলায় ২১ হাজার ৫০৩ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ৩২১ জন ও পাবনা জেলায় ১২৬৩৬ জন। মৃত্যু হওয়া ১৬৬২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩১৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৭ জন, নওগাঁ ১৪১ জন, নাটোর ১৭২ জন, জয়পুরহাট ৫৯ জন, বগুড়া ৮৪ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১২৮৩২ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০