রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনায় আরো ১৪ জনের মৃত্যু ও ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৫৫৫ জন। এদিন গত দিনের থেকে ১৪৯ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৮০০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৯৫ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১২ হাজার
৮৩১ জন। বাঘা উপজেলায় ৩২৪ জন, চারঘাট উপজেলায় ৩৬৫ জন, পুঠিয়া উপজেলায় ৩৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৩১১ জন, বাগমারা উপজেলায় ৩০৮ জন, মোহনপুর উপজেলায় ২৭৫ জন, তানোর উপজেলায় ৩১০ জন, পবা উপজেলায় ৪৩০ জন ও গোদাগাড়ীতে ২৯০ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৭১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৫৫৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০০ জনের। এদিন নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৬ হাজার ৯৯৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৫ হাজার ৭৯৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৯০০ জন, নওগাঁ ৪১১৬ জন, নাটোর ৩১৭১ জন, জয়পুরহাট ৩১১৫ জন, বগুড়া জেলায় ১৩ হাজার ২৭৬ জন, সিরাজগঞ্জ ৪১৮৪ জন ও পাবনা জেলায় ৩৯৬২ জন। মৃত্যু হওয়া ৮০০ জনের মধ্যে রাজশাহী ১৪৩ জন, চাঁপাইনবাগঞ্জে ৯৮ জন, নওগাঁ ৭২ জন, নাটোর ৪৫ জন, জয়পুরহাট ২৪ জন, বগুড়া ৩৬৬ জন, সিরাজগঞ্জ ২৯ জন ও পাবনায় ২৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮১ হাজার ৭৫১ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০