নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বিভাগের বগুড়ায় মারা যান তারা। এ দিন বিভাগে নতুন আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুইজন, বগুড়ায় ১০ জন, সিরাজগঞ্জে একজন এবং পাবনায় তিনজন শনাক্ত হন।
রোববার রাজশাহী বিভাগীয় স্বা¯’্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিভাগের ৩৫ জন করোনা রোগী সু¯’ও হয়েছেন। এদের মধ্যে ২৬ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর একজন, সিরাজগঞ্জের ছয়জন এবং পাবনায় দুইজন সু¯’ হয়েছেন।
বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে দাঁড়াল। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫২২ জন। এদের মধ্যে সু¯’ হয়েছেন ১৮ হাজার ৯৪৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৭৫ জন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০