রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১১ জনের মৃত্যু ও ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৩২২ জন। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দ্রæত হারে বাড়ছে। শনাক্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে তুলনামূলকভাবে অনেক বেশি। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭২ জনের করোনা শনাক্ত ও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৩৪ জন। আগের দিন বিভাগে ৩৭২ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৮৪ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৫৯২ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৫৩০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৭ হাজার ৭৪২ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০৬ জন, পুঠিয়া উপজেলায় ১৯২ জন, দুর্গাপুর উপজেলায় ১০৫ জন, বাগমারা উপজেলায় ১৬১ জন, মোহনপুর উপজেলায় ১৬৬ জন, তানোর উপজেলায় ১৭১ জন, পবা উপজেলায় ৩৫৬ জন ও গোদাগাড়ীতে ২৩৫ জন। জেলার ৯টি উপজেলায় ১৭৮৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৮৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৩২২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯২ জনের। এদিন নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩১ হাজার ৮৪০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৯৫৩০ জন, চাঁপাইনবাবগঞ্জ ২৩৮০ জন, নওগাঁ ২৩৬৩ জন, নাটোর ১৮৪২ জন, জয়পুরহাট ১৮৭৭ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৩৫৯ জন, সিরাজগঞ্জ ৩৭৪৪ জন ও পাবনা জেলায় ৩১৯৪ জন। মৃত্যু হওয়া ৫৯২ জনের মধ্যে রাজশাহী ৯৩ জন, চাঁপাইনবাগঞ্জে ৫১ জন, নওগাঁ ৪৫ জন, নাটোর ২৭ জন, জয়পুরহাট ১২ জন, বগুড়া ৩১৮ জন, সিরাজগঞ্জ ২৪ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৩ হাজার ৭১৮জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০