রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৮ জনের মৃত্যু ও ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন বিভাগে ৪২৭ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৪৯ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৬ হাজার ৬৬২ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ২৭৯ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৭ হাজার ৫৩৯ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০৬ জন, পুঠিয়া উপজেলায় ১৮২ জন, দুর্গাপুর উপজেলায় ১০৫ জন, বাগমারা উপজেলায় ১৪৯ জন, মোহনপুর উপজেলায় ১৬৬ জন, তানোর উপজেলায় ১৬৩ জন, পবা উপজেলায় ৩৫৪ জন ও গোদাগাড়ীতে ২১৯
জন। জেলার ৯টি উপজেলায় ১৭৪০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৭৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৬ হাজার ৬৬২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। এদিন নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩১ হাজার ৬৯৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৯২৭৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ২১৬৪ জন, নওগাঁ ২৩৩৭ জন, নাটোর ১৮০১ জন, জয়পুরহাট ১৮৩৩ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৩২৮ জন, সিরাজগঞ্জ ৩৭২৬ জন ও পাবনা জেলায় ৩১৬৩ জন। মৃত্যু হওয়া ৫৭৭ জনের মধ্যে রাজশাহী ৮৮ জন, চাঁপাইনবাগঞ্জে ৪৫ জন, নওগাঁ ৪৩ জন, নাটোর ২৭ জন, জয়পুরহাট ১২ জন, বগুড়া ৩১৬ জন, সিরাজগঞ্জ ২৪ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৩ হাজার ৫৩৬ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০