নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের ৮ জেলায় আরো ২৪ জন ও জেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪২৯ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৬ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগে করোনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এতিন নতুন করে আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। পাবনা ও বগুড়া জেলা দুই জনের মৃত্যু হয়। বিভাগে মোট ২৪ হাজার ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২৩ হাজার ১১৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯০৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৯ জন, নওগাঁ ১৫৮১ জন, নাটোর ১২২২ জন, জয়পুরহাট ১৩৪৫ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৭৬৮ জন, সিরাজগঞ্জ ২৬৯৫ জন ও পাবনা জেলায় ১৬৫০ জন। মৃত্যু হওয়া ৩৮৩ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৯ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৪৮ জন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০