নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলায় করুণায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুনভাবে করোনায় শনাক্ত হয়েছে ৫৪ জন। এ পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছে ২৭৩ জন। আর এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৫৪ জন। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৮ হাজার ৫ ৯০ জনে। আর এ পর্যন্ত ১৪ হাজার ৩৫২
জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে। শনাক্ত হওয়া ১৮ হাজার ৫৯০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৬৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৩৬ জন, নওগাঁ ১১৯৯ জন, নাটোর ৮৯৩ জন, জয়পুরহাট ১০০৭ জন, বগুড়া জেলায় ৬ হাজার ৯৯১ জন, সিরাজগঞ্জ ১৯৯৬ জন ও পাবনা জেলায় ১০৪৪ জন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০