নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় একদিনে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ১৫০ জন। নতুন ৪ জন নিয়ে বিভাগে করোনায় মারা গেল ২৪০ জন। আর করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ৭৮৩ জনে। নতুন করে ১ দিনের ৪ জনের মৃত্যু হয়। আর এ পর্যন্ত ১১ হাজার ৬০৫ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৬ হাজার ৭৮৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৩১৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৬৫৪ জন, নওগাঁ ১১১০ জন, নাটোর ৭৭৬ জন, জয়পুরহাট ৮৯৭ জন, বগুড়া জেলায় ৬ হাজার ২৩২ জন, সিরাজগঞ্জ ১৮৩৯ জন ও পাবনা জেলায় ৯৫৮ জন।
বিভাগে মারা যাওয়া ২৪০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৮ , চাঁপাইনবাবগঞ্জ ১১ জন, নওগাঁ ১৭, নাটোর ৩ জন, জয়পুরহাট ৫ জন, বগুড়া জেলায় ১৪৫ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ১১ হাজার ৬০৫ জনের মধ্যে রাজশাহী ২৭২৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪২৫ জন, নওগাঁ ৯৫৯ জন, নাটোর ৪৪৫ জন, জয়পুরহাট ২২০ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৫৭ জন, সিরাজগঞ্জ ৯৩৭ জন ও পাবনা জেলায় ৮৩৫ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন
অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ৩০০৮ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৩৬০ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৫ হাজার ৪৪৫ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০