নিজস্ব প্রতিবেদক :
আসন্ন শারদীয় দূর্জা পূজা উপলক্ষে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তারের সভাপতিত্বে রেঞ্জের আওতাধীন ৮টি জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডিআইজি বলেন, অন্যান্য বছরের মতো এবারো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে এই প্রত্যাশা থাকবে। সেপ্টেমবর মাসের ২৮ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজার ৪ দিন আগে থেকে মন্ডপগুলোতে আনসার ভিডিপি মোতায়েন করা হবে। পুলিশ রুটিন অনুযায়ী ডিউটি করবে।
প্রতীমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে। বিভাগের ৮টি জেলার ৩ হাজার ৪৪৬ টি মন্ডপে পূজা উদযাপিত হবে। কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই যাতে পূজা উদযাপিত হয় সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন। কোন ধরণের গুজবে কান না দেওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান তিনি। নওগাঁ জেলার মহাদেবপুরে সবচাইতে বেশি ৮০০টি মন্ডপে পূজা উদযাপিত হবে। সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) নিসারুল আরিফ ও রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ অন্যান্য পুলিশ সুপারগন ও কর্মকর্তা এবং ৮টি জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০